উপকরণ জমাদান
এ্যাপ্লিকেশনের এই অংশটি ব্যবহার করে যে কোন ব্যবহারকারী সংস্থা অথবা ব্যক্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আইইসি টেকনিক্যাল কমিটির অনুমোদনের নিমিত্ত তার প্রতিষ্ঠান বা সংস্থা কর্তৃক প্রস্তুতকৃত স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি বিষয়ক যে কোন ধরণের এসবিসিসি উপকরণ অনলাইনে জমা দিতে পারবেন।
উপকরণ পর্যালোচনা
এ্যাপ্লিকেশনের এই অংশটিতে জমাকৃত এসবিসিসি উপকরণ নির্দ্দিস্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় পর্যালোচনা সম্পাদন করে সংশ্লিষ্ট সাব কমিটি আইইসি টেকনিক্যাল কমিটি বরাবরে অনুমোদনের জন্য সুপারিশসহ অগ্রায়ন করবেন।
উপকরণ অনুমোদন
এ্যাপ্লিকেশনের এই অংশটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আইইসি টেকনিক্যাল কমিটির ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। অনলাইনে জমা্কৃত ও সাব কমিটি কর্তৃক সুপারিশকৃত এসবিসিসি উপকরণ নির্ধারিত ক্রায়েটেরিয়ার ভিত্তিতে পূর্ণাংগ যাচাই-বাছাই পূর্বক আইইসি টেকনিক্যাল কমিটি অনুমোদন প্রদান করবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি (HPNSP 2017-22)’র আওতায় সরকারী-বেসরকারী পর্যায়ে স্বাস্থ্যসম্মত আচরণ পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত জনসচেতনতামূলক কার্যক্রমকে শক্তিশালী করার জন্য প্রস্তুতকৃত যে কোন ধরণের এসবিসিসি উপকরণ এর গুণগতমান, রাস্ট্রীয় নীতিমালা ও সামাজিক মূল্যবোধের সাথে সাযূজ্যপূর্ণতা নিশ্চিতকরণ, তথ্যবহুল বক্তব্য এবং গ্রহণযোগ্যতা পরীক্ষা-নিরীক্ষা করে প্রকাশ ও প্রচারের অনুমোদনের জন্য গঠিত ‘আইইসি টেকনিক্যাল কমিটি’র কার্যক্রমকে ডিজিটাল ও সহজীকরণের লক্ষ্যে ডিজিটাল পদ্ধতিতে এসবিসিসি উপকরণ জমাদান ও অনুমোদন এ্যাপ্লিকেশনটি প্রস্তুত করা হয়েছে।