• এসবিসিসি উপকরণ জমাদান

উপকরণ জমাদান

এ্যাপ্লিকেশনের এই অংশটি ব্যবহার করে যে কোন ব্যবহারকারী সংস্থা অথবা ব্যক্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আইইসি টেকনিক্যাল কমিটির অনুমোদনের নিমিত্ত তার প্রতিষ্ঠান বা সংস্থা কর্তৃক প্রস্তুতকৃত স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি বিষয়ক যে কোন ধরণের এসবিসিসি উপকরণ অনলাইনে জমা দিতে পারবেন।

  • এসবিসিসি উপকরণ পর্যালোচনা

উপকরণ পর্যালোচনা

এ্যাপ্লিকেশনের এই অংশটিতে জমাকৃত এসবিসিসি উপকরণ নির্দ্দিস্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় পর্যালোচনা সম্পাদন করে সংশ্লিষ্ট সাব কমিটি আইইসি টেকনিক্যাল কমিটি বরাবরে অনুমোদনের জন্য সুপারিশসহ অগ্রায়ন করবেন।

  • এসবিসিসি উপকরণ অনুমোদন

উপকরণ অনুমোদন

এ্যাপ্লিকেশনের এই অংশটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আইইসি টেকনিক্যাল কমিটির ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। অনলাইনে জমা্কৃত ও সাব কমিটি কর্তৃক সুপারিশকৃত এসবিসিসি উপকরণ নির্ধারিত ক্রায়েটেরিয়ার ভিত্তিতে পূর্ণাংগ যাচাই-বাছাই পূর্বক আইইসি টেকনিক্যাল কমিটি অনুমোদন প্রদান করবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি (HPNSP 2017-22)’র আওতায় সরকারী-বেসরকারী পর্যায়ে স্বাস্থ্যসম্মত আচরণ পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত জনসচেতনতামূলক কার্যক্রমকে শক্তিশালী করার জন্য প্রস্তুতকৃত যে কোন ধরণের এসবিসিসি উপকরণ এর গুণগতমান, রাস্ট্রীয় নীতিমালা ও সামাজিক মূল্যবোধের সাথে সাযূজ্যপূর্ণতা নিশ্চিতকরণ, তথ্যবহুল বক্তব্য এবং গ্রহণযোগ্যতা পরীক্ষা-নিরীক্ষা করে প্রকাশ ও প্রচারের অনুমোদনের জন্য গঠিত ‘আইইসি টেকনিক্যাল কমিটি’র কার্যক্রমকে ডিজিটাল ও সহজীকরণের লক্ষ্যে ডিজিটাল পদ্ধতিতে এসবিসিসি উপকরণ জমাদান ও অনুমোদন এ্যাপ্লিকেশনটি প্রস্তুত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ লিংক

MOHFW
DGHS
DGFP
MoHFW Digital Archive

যোগাযোগ


অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য ও বিশ্বস্বাস্থ্য)
ফোনঃ ০২-৯৫৪ ০৬৩৭
ইমেইলঃ phwhowing@hsd.gov.bd